সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অ্যাপসে করা যাবে ব্যাংকিং হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

এবার কাগজে আবেদন নয়, মোবাইল অ্যাপসের মাধ্যমেই করা যাবে ব্যাংকিং সেবায় হয়রানির অভিযোগ। বাংলাদেশ ব্যাংক হয়রানির অভিযোগ নিতে মোবাইল অ্যাপস চালু করেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অ্যাপসের উদ্বোধন করা হয়। ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট-এর কার্যক্রমের ওপর প্রণীত বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে এফআইসিএসডিতে অভিযোগ গ্রহণের জন্য ব্যাংকের আইটিওসিডি একটি মোবাইল অ্যাপস আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন গভর্নর। বর্তমানে লিখিত আবেদন ও জরুরি ফোন নম্বরের মাধ্যমে অভিযোগ করা যায়। মোবাইল অ্যাপসটি BB Complaints নামে গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে যা https://play.google.com /store/apps/details?id=bb.org.bb.cms&hl=en  হতে ডাউনলোড করা যাবে।

সর্বশেষ খবর