বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় ‘মুজিব মানে মুক্তি’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘মুজিব মানে মুক্তি’ মঞ্চস্থ

শিল্পকলা একাডেমিতে চলমান ১১ দিনের ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ২০১৮’-এর অষ্টম দিনে গতকাল মঞ্চায়ন হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক ‘মুজিব মানে মুক্তি’। সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হয় লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত এ নাটকটি। লিয়াকত আলী লাকীর নাট্যায়ন ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা ছিলেন জিয়াউদ্দিন শিপন, নাবিল আহমেদ, আবির হোসেন অঙ্কন, আজিজুর রহমান সুজন, জুলফিকার আলী বাবু, মিজানুর রহমান, মূসা রুবেল, আমিনুল ইসলাম অহন, রাসেল রানা রাজু, তাজুল ইসলাম, মরিয়াম খান এ্যানি, আক্তার হোসেন, খাদিজা মোস্তারী মাহিন প্রমুখ।

সর্বশেষ খবর