রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সমাপনী দিনেও ভিড় উদ্যোক্তা-দর্শনার্থীর

কৃষিপ্রযুক্তি মেলা বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

কৃষিনির্ভর শিল্পপণ্যের উৎপাদন-প্রযুক্তি নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হলো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কৃষি যন্ত্রপাতি, হার্ভেস্টার, সৌরবিদ্যুৎ প্রযুক্তি পণ্যের বিশাল সমাহার নিয়ে এ প্রদর্শনী। গতকাল প্রদর্শনীর শেষ দিনেও ছিল শত শত উদ্যোক্তা-দর্শনার্থীর ভিড়। প্রদর্শনীতে অংশ নেওয়া নির্বাচিত দেশি-বিদেশি সেরা স্টলকে ক্রেস্ট দেওয়া হয়। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আবদুল মজিদ সবার হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. এ কে এম জাকারিয়া। সভাপতিত্ব করেন লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের চেয়ারম্যান কাজী সারোয়ার উদ্দিন। মেলায় গিয়ে দেখা গেছে, সারা দেশ থেকে এসেছেন উদ্যোক্তারা। ঘুরে ঘুরে দেখছেন স্টল। এসব প্রযুক্তি পণ্য কিনে নিজের গ্রামেই দেওয়া যাবে শিল্প-কারখানা, যেখানে দেশের কৃষিজাত পণ্যের আধুনিক শিল্প গড়ে দেবেন মেলার উদ্যোক্তারা। বিভিন্ন স্টেকহোল্ডার, যন্ত্রপাতি আমদানিকারকরাই সরাসরি গিয়ে স্থাপন করে দেবেন শিল্প। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ, এমনকি ব্যাংক ঋণের ব্যবস্থাও করে দেবেন তারা। ৩০৫টি শিল্পপ্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। স্টল ছিল ৬৫২টি। বাংলাদেশ, ভারত, জার্মানি, ইতালি, তাইওয়ান, চীনসহ ১৮টি দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অংশ নিয়েছে প্রদর্শনীতে।

সর্বশেষ খবর