রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীরাই শুধু নির্বাচন থেকে বঞ্চিত!

মর্তুজা নুর, রাবি

শিক্ষার্থীরাই শুধু নির্বাচন থেকে বঞ্চিত!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন থাকলেও নেই ছাত্র প্রতিনিধি। অনেক ছাত্রই জানেন না এ কার্যালয়টি কী কাজে ব্যবহৃত হয়। অথচ বছরের পর বছর ছাত্ররা রাকসু ফি দিয়ে আসছেন। এমন অবস্থা ২৮ বছর ধরেই চলছে।

প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এ বিশ্ববিদ্যালয়ে সিনেট, সিন্ডিকেট, ডিন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন হয়ে আসছে নিয়মিত। শুধু হয় না ছাত্র সংসদ নির্বাচন। ১৯৯০ সালে এখানে শেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ অবস্থায় শিক্ষাঙ্গনের স্বাভাবিক বিকাশের পথে নানা অন্তরায় সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাওয়া তথ্যানুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিতই হচ্ছে সিনেট শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট সদস্য, শিক্ষা পরিষদ, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে না থাকলেও নিজেদের স্বার্থ রক্ষার জন্য গঠিত শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষকসমাজ, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী সমিতির নির্বাচনগুলোও নির্ধারিত সময়ে হচ্ছে। রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘ক্ষমতার দ্বন্দ্বে আমাদের দীর্ঘদিন ধরে নির্বাচন থেকে বঞ্চিত হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে রাজনীতিচর্চা করেন তাকে তারা জাতীয় রাজনীতি বানিয়ে ফেলেছেন। ফলে যে সরকার ক্ষমতায় আসে সে সরকারই ক্যাম্পাসগুলো নিজেদের দখলে রাখতে চায়। ফলে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর