রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিশুদের মনে যে মুজিব ছিলেন তাই দেখছি আমরা

রাদওয়ান মুজিব সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

শিশুদের মনে যে মুজিব ছিলেন তাই দেখছি আমরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমী কমিক্স প্রতিযোগিতা —বাংলাদেশ প্রতিদিন

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি ও বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, শিশু-কিশোরদের কাছে তাদের মতো করে শেখ মুজিবুর রহমানকে উপস্থাপনের জন্য মুজিব গ্রাফিক নোভেল প্রকাশ করা হয়। গত কয়েক বছর ধরেই আমরা এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করছি। কমিক্স প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মনে থাকা মুজিবকে ক্যানভাসে দেখতে পাচ্ছি আমরা। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমী এক কমিক্স প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আয়োজিত এই প্রতিযোগিতায় মুজিব গ্রাফিক নোভেলের মতো কার্টুন চরিত্রে উপস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রায় ৩০ জন শিশু-কিশোর তাদের কল্পনার তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে বঙ্গবন্ধুর অবয়বকে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৯টা থেকে চলা এই আয়োজনে কমিক্স প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও তাঁর ওপর নির্মিত ডকুমেন্টারি, জীবনপঞ্জির নানা ডিসপ্লে এবং অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। জাদুঘরে আসা শিশুদের জন্য ছিল দেয়ালে ও ক্যানভাসে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলার বিশেষ ব্যবস্থা।

 

সর্বশেষ খবর