সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাদকের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে নীল বিষের ছোবল

নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম ও চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকসেবীদের দৌরাত্ম্য থামছেই না। নম্বরবিহীন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মাধ্যমে ক্যাম্পাসে অবাধে ঢুকছে মাদক। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে এসব নেশা জাতীয় দ্রব্য ঢুকছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় রেলস্টেশন, আইন অনুষদ ক্যান্টিন, এফ রহমান হলের বিপরীতে ট্যাংকির পাহাড়, টেনিস কোর্ট, স্লুইস গেট, চবি কলেজের পেছনের অংশ, সোহরাওয়ার্দী হল সংলগ্ন লাল পাহাড়, জাদুঘরের সামনে, ফরেস্ট্রি হ্যালিপ্যাড, ফরেস্ট্রি গ্যারেজের পেছনে, কলা অনুষদ ঝুপড়ির পাশের পুকুর, কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম পাড়, শহীদ মিনার চত্বর, মুক্তমঞ্চ, প্যাগোডা, চাকসুর পেছনে, উস-প্রাইমারি স্কুল, হিল সাইড স্কুলের গলি, শাহজালাল ও শাহ আমানত হলের সামনের কয়েকটি কটেজ, লেডিস হলের ঝুপড়ির পেছনের অংশে মাদকসেবন করে তারা। এ ছাড়াও আবদুর রব হল, আলাওল হল এবং এফ রহমান হলও এখন মাদক সেবনকারীদের নিরাপদ জোনে পরিণত হয়েছে। এখানে শিক্ষার্থীরা নিজ কক্ষে গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অবাধে সেবন করে। সন্ধ্যা হলে ক্যাম্পাসের চিহ্নিত স্পটগুলোতে বখাটেদের দৌরাত্ম্য বেড়ে যায়। মোটরবাইকে মাদক দ্রব্যসহ ঢুকে ক্যাম্পাসের অভ্যন্তরে। সঙ্গে থাকে মাদক  সেবনের যাবতীয় উপকরণ। এদের মধ্যে রেলগেট ও হাটহাজারীর এগারো মাইল সংলগ্ন এলাকার একটি শক্তিশালী চক্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়মিত মাদক সরবরাহ করে আসছে। এদের অপতৎপরতার কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখন হাত বাড়ালেই মিলছে ভয়াল সব মরণ নেশাদ্রব্য। এর মধ্যে রেলগেট কেন্দ্রিক চক্রটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করে থাকে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় কয়েকবার অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি এ দৌরাত্ম্য। বরং মাদকের কালো থাবার বিস্তৃতি ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও।

সর্বশেষ খবর