শিরোনাম
সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কর্মচারীদের আন্দোলনে এক মাস ধরে অচলাবস্থা

বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিসহ কর্মবিরতির এক মাস অতিবাহিত হয়েছে। বিগত দিনের ন্যায় গতকালও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দীর্ঘ ১ মাসের কর্মবিরতিতে সিটি করপোরেশন পুরোপুরি অচল হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে আকুতি-মিনতি করছেন।

আন্দোলনকারীদের অন্যতম নেতা দিপক লাল মৃধা জানান, সব শেষ সিটি মেয়রের সঙ্গে আলোচনায় তারা ৩ মাসের বকেয়া বেতন এবং ৫ মাসের প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবি জানিয়েছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে।

এদিকে গতকাল সকালে খবর ছড়িয়ে পড়ে সিটি মেয়র তার ঘনিষ্ঠজনদের নিয়ে নগর ভবনে ঢুকবেন। এই খবরের পরিপ্রেক্ষিতে উত্তেজিত কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে এবং প্রবেশ রাস্তায় ত্রিপল বিছিয়ে অবস্থান নেয়।

কর্মচারীরা জানিয়েছেন, বকেয়া পরিশোধ না করে মেয়র নগর ভবনে ঢুকলে তাদের বুকের উপর দিয়ে যেতে হবে।

সর্বশেষ খবর