সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘বছরে যক্ষ্মায় মারা যায় ৭০ হাজার লোক’

কুমিল্লা প্রতিনিধি

যক্ষ্মা রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার গতকাল কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, ‘যক্ষ্মা একটি মারাত্মক ব্যাধি এবং ছোঁয়াচে রোগ। বর্তমানে প্রতি বছর বাংলাদেশে তিন লাখ লোক যক্ষ্মায় আক্তান্ত হচ্ছেন। এদের মধ্যে ৭০ হাজার মারা যাচ্ছেন। এই রোগ থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ নাটাব কুমিল্লা শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক।

সর্বশেষ খবর