সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সোনার দাম হাজার টাকার বেশি কমেছে ভরিতে

প্রতিদিন ডেস্ক

সোনার দাম হাজার টাকার বেশি কমেছে ভরিতে

বিয়ের মৌসুম শেষে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার টাকার বেশি কমেছে। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে। খবর, বিডি নিউজ।

কয়েক মাসের মধ্যে সোনার দাম বেড়ে ভরি ৫০ হাজার টাকার উপরে ওঠে। সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল গত ২৬ জানুয়ারি। এখন সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা কমে হচ্ছে ৫০ হাজার ৭৫২ টাকা। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা (২২ ক্যারেট) ৫০ হাজার ৭৫২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ ও সনাতন সোনা বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। এতে করে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ২৮৩, ২১ ক্যারেটে এক হাজার ২২৫, ১৮ ক্যারেটে এক হাজার ৫০ ও সনাতন সোনা কমেছে ৯৫১ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর