সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

দূষিত পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন এলাকায় দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি বোতলজাত এবং সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল র‌্যাব-৩ এবং বিএসটিআই’র সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, দূষিত পানি সরবরাহের অপরাধে ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুইটি প্রতিষ্ঠান সিলগালা ও তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪ হাজার ২০০ পানির জার ধ্বংস এবং দুইটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি আবদুল করিম জানান, পল্টনের দিঘি ড্রিংকিং ওয়াটার, উইনার ড্রিংকিং ওয়াটার ও একুয়া ব্লু ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া লিমুকা ড্রিংকিং ওয়াটার ও মাসাফি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান দুইটি সিলগালা করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানে কর্মরত সাজাপ্রাপ্তরা হলেন- মোকাম্মেল হোসেন, শেখ মো. সেলিম, সৈয়দ তুহিন আহমেদ, নাজমুল হোসেন, দেলোয়ার হোসেন, রেজাউল, ইব্রাহিম মোল্লা, শামীম, মাহবুব ও তসরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর