মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আতঙ্ক কাটছে না রুয়েট শিক্ষার্থীদের

মর্তুজা নুর, রাবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর ১২ দিন কেটে গেলেও শিক্ষার্থীদের ভিতর আতঙ্ক কাটেনি। প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, রুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা বারবার ক্যাম্পাসে গোলযোগ বাধাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে ঘটনার সঙ্গে জড়িতরা একই কর্মকাণ্ড বারবারই করছে। গত ৮ মার্চ যারা হামলার শিকার হয়েছে, তারা প্রতিশোধ নিতে যে কোনো সময় প্রতিপক্ষের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, ৮ মার্চ রাতের ঘটনায় রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর বিরুদ্ধে ‘কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না’- কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর