মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী চিন্তা

গ্রাম থেকেই ৪২ প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাধারণত দেশের প্রধানমন্ত্রী নগর কিংবা প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করে থাকেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে বসেই নগর এবং গ্রামের ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আগামীকাল বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভা থেকে প্রকল্পগুলো উদ্বোধন করবেন তিনি।

দলীয় নেতা-কর্মীরা মনে করেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এটি ব্যতিক্রমী চিন্তাধারার ফসল। সাধারণত বড় প্রকল্পগুলো নগরে বসেই উদ্বোধন করা হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা কেবল নগরকেন্দ্রিক না রেখে গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার যে মানসিকতা দেখিয়েছেন, তা দৃষ্টান্তমূলক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর