মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মেডিকেল বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল বর্জ্য পরিশোধনের জন্য হাসপাতাল ও স্বাস্থ্য সেবা ইউনিটে কেন্দ্রীয়ভাবে অথবা নিজস্বভাবে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সৈয়দ মহিদুল কবির এ রিট করেন। রিটে মেডিকেল বর্জ্য পরিশোধনের জন্য হাসপাতাল ও স্বাস্থ্য সেবা ইউনিটে কেন্দ্রীয়ভাবে অথবা নিজস্বভাবে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা কেন দেওয়া হবে না এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিধি ২০০৮ অনুযায়ী বর্জ্য পরিবহন ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দ্রুত কেন লাইসেন্স প্রদান করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, পরিবেশ ও বন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর