বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় জনসমুদ্র চায় জাতীয় পার্টি

২৪ মার্চের মহাসমাবেশ সফল করতে ব্যস্ত নেতারা

শফিকুল ইসলাম সোহাগ

২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতা-কর্মী। আগামী নির্বাচনের আগে এটিই সবচেয়ে বড় কর্মসূচি। এ মহাসমাবেশে তাই লোকসমাগমের টার্গেট ৩ থেকে ৫ লাখ। বাজেট ৫ কোটি টাকা। মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষের পথে। সমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টির শক্তি ও সামর্থ্যের বিষয়টিও জানান দেওয়া হবে। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মহাসমাবেশ ঘিরে সারা দেশে জোয়ার সৃষ্টি হয়েছে। নতুন উদ্যমে জেগে উঠেছেন নেতা-কর্মীরা। পার্টি চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে ২৪ মার্চ আমাদের লাখ লাখ নেতা-কর্মী রাজধানী ঢাকার মহাসমাবেশে আসবেন। সমাবেশ থেকে দেশ ও জাতিকে ভবিষ্যতের বার্তা দেবেন পার্টি চেয়ারম্যান।’ জানা যায়, মহাসমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে এইচ এম এরশাদ, এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা সারা দেশে সফর করেছেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বি এম রুহুল আমিন হাওলাদার মঞ্চ নির্মাণের কাজ সরেজমিন তদারকি করছেন।

সর্বশেষ খবর