বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রংপুরে দুই জঙ্গির সন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য আহসান উল্লাহ আনসারী (২৪) ও চাঁন্দু মিয়ার (২০) সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। খাদেম হত্যায় গত ১৮ মার্চ চাঁন্দু মিয়াসহ সাতজন এবং গত বছরের ২৮ ফেব্রুয়ারি কোনিও হত্যায় আহসান উল্লাহ আনসারীসহ পাঁচ জঙ্গির ফাঁসির আদেশ দেয় আদালত। হত্যাকাণ্ডের পর থেকে দুজনই পলাতক। রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আহসান উল্লাহ আনসারী ও চাঁন্দু মিয়া ছাড়া এ দুই হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত সব আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক থাকায় এ দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রায়ে সাজা হওয়ার পর তাদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। ২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়ার আলুটারী এলাকায় হোশি কোনিওকে (৬৬) গুলি করে হত্যা করা হয়। ১০ নভেম্বর রাতে চৈতার মোড় এলাকায় কুপিয়ে ও জবাই করে রহমত আলীকে (৬০) হত্যা করে জেএমবির সদস্যরা।

সর্বশেষ খবর