শনিবার, ২৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সাফারি পার্ক

ইমু নিয়ে আশার আলো

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ইমু নিয়ে আশার আলো

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুই মাস ধরে বেড়ে উঠছে বিরল প্রজাতির তিন ইমুর ছানা। এই প্রথম এগুলো এতদিন বেঁচে আছে। আগে কখনো বাঁচেনি। ফলে এবার আশার আলো দেখছে পার্ক কর্তৃপক্ষ।

নতুনভাবে বেড়ে ওঠা তিন ছানাসহ বর্তমানে এ পার্কে ইমু পাখির সংখ্যা হলো ৬। এ পাখি সাধারণত আবদ্ধ পরিবেশে বাঁচে না। কিন্তু তিন ছানার ব্যাপারটি ব্যতিক্রম। সংশ্লিষ্টরা জানান, ইমু মূলত অস্ট্রেলিয়ান পাখি। দক্ষিণ আফ্রিকা থেকে চার বছর আগে তিনটি ইমু পাখি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। তাদের মধ্যে একটি পুরুষ ও অন্য দুটি মাদী। এরা পাখি শ্রেণির হলেও উড়তে পারে না। ডিম পাড়ার আগে পুরুষ পাখি খড়কুটো দিয়ে বাসা বাঁধে এবং মাদী পাখি তাতে ডিম দেয়। মাদী ইমুর ডিম পাড়া শেষ হলে বাসা ত্যাগ করে এবং পুরুষ ইমু ডিমে তা দেয়। বাচ্চা হওয়ার পরও পুরুষ পাখিটি তাদের প্রাথমিকভাবে দেখাশোনা করে। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. সরোয়ার আলম খান জানান, দুই মাস ধরে বেঁচে থাকায় তিন ছানা নিয়ে বেশ আশাবাদী পার্কের কর্মকর্তা-কর্মচারীরা। এবার হয় তো ইমুর বেঁচে থাকার সংকট অনেকটা কেটে গেছে। পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন চৌধুরী জানান, দুই থেকে আড়াই বছর বয়সী দুটি মাদী ও একটি পুরুষ ইমু পাখি ২০১৩ সালে আফ্রিকা থেকে প্রথমে কক্সবাজারের ডুলহাজরা সাফারি পার্কে আনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর