সোমবার, ২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টানা যানজটে স্থবির

নেপথ্যে সংস্কার কাজ

কুমিল্লা প্রতিনিধি

টানা যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিশেষ করে গত তিন দিনে এই জট নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। জানা গেছে, মহাসড়কের চার লেনের মধ্যে বাঁ পাশের দুই লেনের সংস্কারকাজ চলছে। বাকি দুই লেন আসা-যাওয়ার জন্য খোলা রাখা হয়েছে। এ অবস্থায় অতিরিক্ত যানবাহনের চাপে দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্র ও শনিবার দুদিন ছুটির পর গতকাল সকালে অনেকে নিজ এলাকা থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বের হন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা তাদের মহাসড়কে আটকে থাকতে হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় সৃষ্টি হওয়া যানজটটি কখনো কমছে, কখনো বাড়ছে। নোয়াখালী, লাকসাম, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকাগামী একাধিক যানবাহনের চালকরা জানান, দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে তারা একটানা তিন ঘণ্টা যানজটে আটকে থাকেন। কুমিল্লার তিতাস উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। তবে তীব্র যানজটের কারণে বেশির ভাগ শিক্ষার্থী নির্ধারিত সময়ে না পৌঁছানোর কারণে পরীক্ষা দেরিতে শুরু করা হয়। বেলা পৌনে ১১টায় পরীক্ষা শুরু হয়।

সর্বশেষ খবর