বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কুয়েটে সমাবর্তনে রাষ্ট্রপতি

উদ্ভাবনী জ্ঞান কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বিশ্বায়নের যুগে প্রতিনিয়ত প্রযুক্তির উৎকর্ষ সাধিত হচ্ছে। তাই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের জ্ঞান-দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।’  গতকাল রাষ্ট্রপতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘শিক্ষার প্রতিটি স্তরে তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যর্থ হলে তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সর্বশেষ খবর