মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
রাজশাহী শিল্পকলা

কর্মচারীর বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিল্পকলা একাডেমির এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৮০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এ ছাড়াও তদন্তে ধরা পড়েছে রাজশাহী শিল্পকলা একাডেমির একজন কর্মচারী নিজের অপকর্ম ঢাকতে প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত আছেন। উচ্চতর তদন্তে সেই তথ্য বেরিয়ে এসেছে এবং বাংলাদেশে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কার্যালয় থেকে ওই কর্মচারীর বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি মহাপরিচালক এই পত্রে স্বাক্ষর করেছেন। রাজশাহী শিল্পকলা একাডেমির ওই কর্মচারীর নাম শহীদুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে দৈনিক মজুরি ভিত্তিতে ‘অফিস সহকারী কাম হিসাবরক্ষক’ হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

সর্বশেষ খবর