শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খালেদাকে মুক্তি দেওয়ার ক্ষমতা সরকারের নেই

—ইঞ্জিনিয়ার মোশাররফ

সুনামগঞ্জ প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে জেল এই সরকার দেয়নি, মামলাও সরকার দেয়নি। ১৫ বছর ধরে এই মামলা চলছে। যত ধরনের পদ্ধতি আছে সব ব্যবহার করার পর ওপেন কোর্টে বিচার হয়েছে। আদালতের রায় মোতাবেক তার সাজা হয়েছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব যদি তার নেত্রীকে মুক্ত করতে চান তবে আদালত তাকে মুক্ত করবে। সরকারের কোনো ক্ষমতা নেই তাকে মুক্ত করে দেওয়ার। গতকাল বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন-পূর্ব এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘একমাত্র রাষ্ট্রপতির অধিকার আছে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ক্ষমা করে দেওয়ার, উনি যদি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন, রাষ্ট্রপতি হয় তো তার সাজা মওকুফ করতে পারেন, কিন্তু অপরাধ মাফ করতে পারবেন না। এটা বিএনপিও জানে যে, আদালত ছাড়া কারও সাধ্য নেই খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনার।

সর্বশেষ খবর