মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঐক্যবদ্ধ হচ্ছে বড় দুই দল

খুলনা সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে নেমেছে ঐক্যবদ্ধ বিএনপি। গতকাল দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় দলের সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করেছেন।

অন্যদিকে খুলনায় নগর ভবনের কর্তৃত্ব পুনরুদ্ধারে অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে তৃণমূল নেতা-কর্মীদের সোচ্চার থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী কর্মপরিকল্পনা ঠিক করতে আগামীকাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘খুলনায় মেয়র পদে পুনরায় বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাঠে কাজ করছে। আগামীকালের সভায় মহানগর ও জেলার নেতৃবৃন্দ, ৯টি উপজেলা ও ৬৮ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।’ এদিকে দলীয় বিভেদ প্রসঙ্গে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি মনে করি আমাদের ভুলত্রুটি থাকা স্বাভাবিক। সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই অঙ্গীকার করেছি, নির্বাচনের মাঠে সেভাবে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবে।’ এদিকে খুলনায় মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির মহানগর ও জেলা কমিটির মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব কমাতে দফায় দফায় বৈঠক করেছেন দলের শীর্ষ নেতারা। সর্বশেষ গতকাল জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে নগর ও জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির মেয়র প্রার্থী ও নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নতুন করে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে নির্বাচনে ২০-দলীয় জোটের সমন্বয়কারী, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহারুজ্জামান মোর্ত্তজাকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। সভায় ১১টি উপ-কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে মহানগরীর সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর