মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নতুন আতঙ্ক ‘দ্বীন ফোর্স এক্সটিম’

চলছে আইএসের মতাদর্শে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

নতুন আতঙ্ক ‘দ্বীন ফোর্স এক্সটিম’

র‌্যাবের হাতে সম্প্রতি আটক হয়েছেন সংগঠনের বেশ কয়েকজন শীষ নেতা — বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে সন্ধান মেলেছে নতুন আরেক জঙ্গি সংগঠনের। এ জঙ্গি সংগঠনের নাম ‘দ্বীন ফোর্স এক্সটিম’। দেশীয় জঙ্গি সংগঠন জেএমবিকে অনুসরণ ও অনুকরণ করে তাদের তৎপরতা চলছেও। তবে মতাদর্শের দিক দিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস)’র সঙ্গে মিল রয়েছে বলে দাবি করছে র‌্যাব। র‌্যাবের দাবি বিদেশি জঙ্গি কয়েকজন নাগরিকের সঙ্গে যোগাযোগ রয়েছে এ জঙ্গি সংগঠনের নেতাদের। র‌্যাব-৭ সহকারী পরিচালক মিমতানুর  রহমান বলেন, ‘দ্বীন ফোর্স এক্সটিম জঙ্গি সংগঠনটির সঙ্গে আইএসের মতাদর্শের মিল রয়েছে। তারা কর্মতৎপরতায় দেশীয় জঙ্গি সংগঠন জেএমবিকে অনুসরণ ও অনুকরণ করে। ধারণা করা হচ্ছে তাদের প্রায় ১০০ সদস্য রয়েছে।’ জানা যায়, নতুন জঙ্গি সংগঠন ‘দ্বীন ফোর্স এক্সটিম’ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস)’ বিভিন্ন ভিডিও এবং কর্মকাণ্ড প্রদর্শন করে লোকজনকে আকৃষ্ট করে। দেশীয় জঙ্গি সংগঠন জেএমবিকে অনুসরণ ও অনুকরণ করেই তাদের চট্টগ্রামভিত্তিক কার্যক্রম চালাচ্ছে। ধারণা করা হচ্ছে সারা দেশে এ জঙ্গি সংগঠনের প্রায় ১০০ সদস্য রয়েছে। তারা সবাই বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কিংবা পাস করা ছাত্র। তাদের মধ্যে অনেকে আবার দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানিতে ভালো অবস্থানে রয়েছে। নগরীর আসকারদীঘির পাড় এলাকা থেকে গ্রেফতার হওয়া মো. মহিউদ্দিন তামিম এবং মো. আজফার হোসেন সমন্বয় করে দ্বীন ফোর্স এক্সটিম পরিচালনা করে বলে জানতে পেরেছে র‌্যাব। বিদেশে সমন্বয়কারী হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান নাগরিক নিডাল। সংগঠনের সদস্যদের তাত্ত্বিক প্রশিক্ষণ দেন ইবনে মোস্তাক।

এ জঙ্গি সংগঠনের সংশ্লিষ্ট সবাই আইটি বিষয়ে ভালো জ্ঞান রাখেন। তারা অন্য জঙ্গি সংগঠনের মতো সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের জন্য রয়েছে সিক্রেট গ্রুপ। প্রাথমিকভাবে এ জঙ্গি সংগঠনের ইখওয়ান ও ফোর্স এক্সটিম নামে দুটি হোয়াটসআপ গ্রুপের সন্ধান পেয়েছে র‌্যাব। এসব গ্রুপের প্রত্যেকটিতে ৩০ থেকে ৩৫ জন রয়েছে।

সর্বশেষ খবর