শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা

আট মাসে ১৫ খুন মামলা ১৬৩

ফারুক তাহের, চট্টগ্রাম

ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা

খুন, ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। গত আট মাসে ১৫ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এ ছাড়া ধর্ষণ, অপহরণ, চোরাচালান, মাদক ব্যবসা, ডাকাতির মতো দেড় শতাধিক অপরাধে নাম এসেছে রোহিঙ্গাদের। এসব ঘটনায় দায়ের হওয়া ১৬৩ মামলায় আসামি হয়েছেন ৩৩৬ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, রোহিঙ্গাদের অপরাধের এই মাত্রা আতঙ্কিত হওয়ার মতো। জানা গেছে, গত বছরের ২৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে ১৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা ১৫টি, অস্ত্র ১২টি, ধর্ষণ ২টি, মাদক ৫৮টি, ফরেন অ্যাক্টে ৪০টি, চোরাচালানে ৫টি, অপহরণ ৩টি এবং চুরি-ডাকাতির মামলা রয়েছে। স্থানীয়রা জানান, রোহিঙ্গারা এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, জাল পাসপোর্ট তৈরি করে যারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি পরিচয়ে কাজ করছে সেখানেও তারা নানা অপরাধ সংঘটিত করছে। এতে প্রকৃত প্রবাসী বাঙালিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির সাধারণ সম্পাদক গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে প্রবাসী বাঙালিরা শ্রমবাজারে কোণঠাসা হয়ে পড়েছে। তাদের অপরাধের দায়ভার নিতে হচ্ছে প্রবাসী বাঙালিদের।’ এদিকে চট্টগ্রামের ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান বলেন, ‘অপরাধ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্পগুলো গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি এবং সব গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। অপরাধ করে পার পাবে না কেউ।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘নানা কারণে রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে যাচ্ছে। এদের অনেকের কোনো পিছুটান নেই। অনেকে আবার উদ্বাস্তু জীবনে অসন্তুষ্ট। তারপরও এত বিপুলসংখ্যক মানুষ যেখানে, সেখানে অপরাধ ঠেকানো দায়।’

সর্বশেষ খবর