শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কর দিতে হবে সিএনজি অটোরিকশা মালিকদের

—এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আগামী বাজেটে সিএনজিচালিত অটোরিকশা মালিকদের কর দিতে হবে। এই ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হবে।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা জানান। তিনি বলেন, দীর্ঘ সময় থেকে পরিবহন বাণিজ্য করে আসলেও কর দেন না সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সিএনজিচালিত অটোরিকশা মালিকদের ট্রেড লাইসেন্স থাকা উচিত।

সর্বশেষ খবর