শিরোনাম
শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে

হাসপাতালে চিকিৎসাধীন কবি বেলাল চৌধুরীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে কবির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর গতকাল অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 কবি বেলাল চৌধুরী কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন বলে তার ছেলে প্রতীক জানিয়েছেন। ওই হাসপাতালে অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে কবির চিকিৎসা চলছে। বেলাল চৌধুরী একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক। তিনি দীর্ঘদিন ঢাকার ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক পেয়েছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী এবং সেলাই করা ছায়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর