শিরোনাম
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শেয়ার লেনদেনে ব্যাংকের দর পতনে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

পতনে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের শেয়ার লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতের শেয়ার দর কমেছে ৭০ শতাংশ প্রতিষ্ঠানের। মূলত অধিকাংশ ব্যাংক শেয়ারের দর পতনে কমেছে লেনদেন ও সূচক। জানা গেছে, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮টির বা ২৭ শতাংশের, অপরিবর্তিত রয়েছে ১টির বা ৩ শতাংশের এবং শেয়ার দর কমেছে ২১টির বা ৭০ শতাংশ প্রতিষ্ঠানের। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে একের পর এক ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে। লেনদেন হওয়া ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৮৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

সর্বশেষ খবর