শিরোনাম
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
শিক্ষকদের মানববন্ধন

ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, উপাচার্য বাসভবন ভাঙচুর, মেয়েদের হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ‘সচেতন শিক্ষকবৃন্দ’র ব্যানারে ‘ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা কর’ শীর্ষক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, মধ্য রাতে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। বাংলাদেশে নারীরা নানাভাবে নির্যাতিত হলেও এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। আর সেটা বাংলাদেশের শ্রেষ্ঠ ভূখণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঘটেছে। শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বলতে চাই— প্রাতিষ্ঠানিকভাবে নারী নির্যাতন যেন দ্বিতীয়বার আর না ঘটে। এটা সবার কাছে অত্যন্ত লজ্জার। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ মানববন্ধনে অংশ নেন।

সর্বশেষ খবর