সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নিহত পুলিশ পরিবারকে ইসির টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের সময় নিহত এক পুলিশ পরিদর্শকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিহতের কন্যা রেবেকা পারভীন হাসিনার কাছে চেক হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নিহত পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিনের (বিপি ৫৯৭৮০৩০৪২৭) মেয়ের স্বামী লুত্ফর রহমানও এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বছর ২৩ মে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিন। এ সময় বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত বাধে। এ ব্যাপারে কন্যা রেবেকা পারভীন সাংবাদিকদের বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। তখন বাধা দিতে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে আমার বাবা স্ট্রোক করেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর