বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ধার করা শিক্ষকে চলছে রোকেয়া কলেজের বাণিজ্য শাখা

দিন দিন খারাপ হচ্ছে ফলাফল

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় (বাণিজ্য) নিজস্ব শিক্ষক একজনও নেই। পাঁচ বছর ধরে বাইরে থেকে ধার করে আনা শিক্ষক দিয়ে কোনো মতে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। ফলে বিজ্ঞান ও মানবিক শাখার চেয়ে খারাপ ফল করছেন বাণিজ্যের ছাত্রীরা। এ বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ নুরুল আলম বলেন, সরকার বাণিজ্য শাখায় শিক্ষক পদায়ন না করায় তারা খুবই সমস্যায় পড়েছেন। শিক্ষক চেয়ে একাধিকবার সরকারের কাছে আবেদন করেও সাড়া মিলছে না। নিরুপায় হয়ে পাঁচ বছর ধরে বাইরের বেসরকারি কলেজের তিনজন শিক্ষককে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে। এতে বাণিজ্য শাখার ফল কিছুটা খারাপ হচ্ছে।    ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয়বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, খণ্ডকালীন শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। কোর্স শেষ করার আগেই পরীক্ষা এসে যায়। ফলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হয় না। উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় এই কলেজের ছাত্রীদের গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে ছিল বাণিজ্যের ছাত্রীরা। এই সময়ে মানবিকে ছাত্রীদের পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৭ শতাংশ ও বিজ্ঞানে প্রায় ৭৯ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর