বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

আম-লিচু গাছে তাকালেই ছাত্রলীগের অ্যাকশন!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি বাগানের মধ্যে তিনটি বাগান এখন ছাত্রলীগের দখলে। বাগান এলাকায় যেতে পারছেন না কোনো সাধারণ শিক্ষার্থী। শুধু তাই নয়, আম ও লিচু গাছের দিকে কোনো শিক্ষার্থী ‘তাকালেই’ তাকে মারধর, গালিগালাজ ও নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে। অভিযোগ উঠেছে কোনোরকম টেন্ডার ছাড়াই এ বাগানগুলো দখলে নিয়েছে ছাত্রলীগ। যার নিয়ন্ত্রণে রয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম এবং সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময়। জানা গেছে, গাছ থেকে লিচু পাড়ার অভিযোগে গত ২৮ এপ্রিল চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এরপর ৩০ এপ্রিল রাকসু ভবনের সামনের একটি গাছ থেকে তিনটি লিচু ছেঁড়ে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকেও গালিগালাজ করে তিনটি লিচুর মূল্যস্বরূপ ২৪ টাকা আদায় করে ছাত্রলীগের নেতারা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের রাকসু, ইবলিস চত্বর, শহীদুল্লাহ ও মমতাজ ভবনের সামনের বাগনগুলোতে লিচু বা আম পাড়তে দেখলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দিচ্ছে। ভয়ভীতি দেখাচ্ছে। ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন বলেন, ‘আমার এক বড় ভাই এই বাগানগুলো টেন্ডার নিয়েছেন।

তিনি আমাকে বাগানগুলো দেখভালের দায়িত্ব দিয়েছেন।’ সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময় জানান, ‘সারোয়ার ও রাসেল নামের ক্যাম্পাসের দুই বড় ভাই এই বাগান টেন্ডার নিয়েছেন। বড় ভাইয়ের সূত্রে এই বাগান আমি দেখাশোনা করছি।

সর্বশেষ খবর