শনিবার, ৫ মে, ২০১৮ ০০:০০ টা

ধর্মঘটে দিনভর ভোগান্তি

১২ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধর্মঘটে দিনভর ভোগান্তি

ধর্মঘটে টার্মিনালবন্দী ছিল ঢাকা-সিলেট রুটের বাস —বাংলাদেশ প্রতিদিন

শ্রমিক ইউনিয়নের চাঁদা বাড়ানোর প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কে ডাকা বাস ধর্মঘটে দিনভর যাত্রী ভোগান্তি শেষে সন্ধ্যা ৬টায় সেটি প্রত্যাহার করা হয়েছে। সিলেট-ঢাকা লাক্সারি বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে ‘এনা পরিবহন’ ছাড়া অন্য কোনো কোম্পানির বাস সিলেট ছেড়ে যায়নি। সিলেট বেড়াতে আসা ঢাকার মালিবাগের আবদুল কাদির জানান, সকালে টার্মিনালে এসে ধর্মঘটের বিষয়টি জানতে পারেন। বাস না পেয়ে তিনি বাধ্য হয়ে হোটেলে ফেরত যান। এদিকে ধর্মঘটের কারণে সব বাস চলাচল বন্ধ থাকলেও এনা পরিবহনের কিছু বাস ঢাকার উদ্দেশ্যে সিলেট টার্মিনাল ত্যাগ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালিক সমিতির ডাকা এই ধর্মঘটে এনা পরিবহন কর্তৃপক্ষের সমর্থন না থাকায় তাদের বাস চলাচল করেছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল হক মানিক জানান, শ্রমিক ইউনিয়ন পরিচালনা ও শ্রমিকদের কল্যাণের জন্য তারা আগে প্রতিটি গাড়ি থেকে ৩০ টাকা চাঁদা আদায় করতেন।

গত ১৮ এপ্রিল সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ মে থেকে গাড়িপ্রতি ৫০ টাকা চাঁদা আদায় শুরু হয়।

মানিক জানান, উত্তোলিত চাঁদা থেকে শ্রমিক ইউনিয়নের ব্যয় নির্বাহ ছাড়াও চিকিৎসা সহায়তা এবং নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দেওয়া হয়।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি জমির উদ্দিন জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর