শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের পক্ষে রায় সবার কাছে ইতিবাচক

খায়রুল ইসলাম, গাজীপুর

নির্বাচনের পক্ষে রায় সবার কাছে ইতিবাচক

সীমানা নিয়ে জটিলতায় রিট পিটিশনের আদেশ গাজীপুর সিটি করপোরেশনের ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে নিয়েছেন। গতকাল বিকালে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার টঙ্গীতে নিজ বাসভবনে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানান, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৬ অথবা ২৭ জুন হলে ভালো হয়।’ এ সময় তিনি আরও বলেন, ‘এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। ইতিমধ্যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আড়াই শতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। ২০-দলীয় জোট নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে মিথ্যা মামলা ও গণগ্রেফতার বন্ধ করতে হবে।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান বলেন, ‘আদালতের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’ অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিন জানান, ঈদের আগে কিংবা পরে নির্বাচন কমিশন যেই তারিখই নির্ধারণ করুক তিনি ও তার দল নির্বাচনের জন্য প্রস্তুত আছেন।

সর্বশেষ খবর