শিরোনাম
শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ডেনিম এক্সপোর সমাপনী দিনে দর্শনার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক

ডেনিম এক্সপোর সমাপনী দিনে দর্শনার্থীর ভিড়

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অষ্টম ডেনিম এক্সপোর সমাপনী দিনে গতকাল ছিল ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় —বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অষ্টম ডেনিম এক্সপোর সমাপনী দিন ছিল গতকাল। এদিনও ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় ছিল। প্রদর্শনীর পাশাপাশি এদিন ছিল সেমিনার অনুষ্ঠান। ‘সাসটেইন্যাবল ইনিশিয়েটিভ ইন প্রোডাকশন প্রসেস’ শীর্ষক এ সেমিনারে অংশ নেন এইচ অ্যান্ড এম বাংলাদেশের গ্লোবাল ম্যানেজার রজার হ্যাবার্ট, দক্ষিণ এশিয়া জেসি পেনি বাংলাদেশের পরিচালক জেনিফা জব্বার, মার্কস অ্যান্ড স্পেন্সার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক প্রমুখ। আরও অংশ নেন বিশ্বের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, রিটেইল বিশ্লেষক, অর্থনীতিবিদরা। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের ডেনিম পণ্য ২০২১ সালের মধ্যে বিশ্ববাজার দখল করতে পারে। এ দেশে উৎপাদন হচ্ছে শীর্ষমানের ডেনিম। বাংলাদেশের ডেনিম পণ্য এখন সারা বিশ্বের ব্র্যান্ড। সমাপনী দিনে ভিড় : স্টলগুলোয় দেখা গেছে, দর্শনার্থীর প্রচণ্ড ভিড়। স্থানীয় বায়িং হাউসের কর্মকর্তা, বিদেশি বায়াররা ঘুরে ঘুরে দেখেছেন ডিজাইন। এই এক্সপো শুধু ক্রেতা নয়, ডিজাইনারের জন্যও ছিল মিলনমেলা। ডিজাইনাররা শত শত ডিজাইন নিয়ে অংশ নেন প্রদর্শনীতে। এ ছাড়া এখানে ক্রেতা-দর্শনার্থীর জন্য করা হয়েছিল ডেনিম পণ্যের ট্রেন্ড জোন। এ জোনে বিশ্ববাজারের ক্রেতারা গতকালও দেখেছেন বাংলাদেশি পণ্যের মান, স্টাইল, ফিনিশিং। এতে বিশ্বের নামকরা ফ্যাশন ডিজাইনার, বিশেষজ্ঞসহ বিশ্বখ্যাত রিটেইল প্রতিষ্ঠান কর্মকর্তারাও অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, ইকুইলিটি বা সমতা প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে ডেনিম কাপড়, পোশাক প্রস্তুতকারকসহ ৬১টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে বিশ্বের ৫০টি দেশের প্রায় ১৪ হাজার দর্শনার্থী-ক্রেতা আসেন।

আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বছর কয়েক আগে বাংলাদেশি ডেনিমের মান তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও বর্তমানে দেশে সেরা মানের ডেনিম তৈরি হচ্ছে। দু-তিন বছর আগেও বিদেশি পোশাক কোম্পানিগুলো কম দামের ডেনিম খুঁজতে এ দেশে আসত। তারা বলেন, আমাদের পণ্যের মানও তুলনামূলক খারাপ ছিল, এখন অনেক পরিস্থিতি পাল্টেছে। আমরা দেশেই এখন সেরা মানের ডেনিম তৈরি করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর