শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

বিদ্যুৎ ছাড়া কোনো উন্নয়ন চিন্তা করা যায় না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুৎ ছাড়া কোনো উন্নয়ন চিন্তা করা যায় না। এটা সম্ভবও নয়। পরিবহনও ঠিক একই রকম। এজন্য আমরা সামনের বাজেটে বিদ্যুৎ ও পরিবহনকে সবচেয়ে অগ্রাধিকার খাতগুলোর মধ্যেই রাখছি। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্য খাতকেও একইভাবে চিন্তা করছি। কেননা আমাদের জনগোষ্ঠীর দক্ষতার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। গতকাল সচিবালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক প্রাকবাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত এক দশকে দারিদ্র্যের হার অনেক কমে এসেছে।

সর্বশেষ খবর