শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দেশ

———————————— মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে প্রতিনিয়তই আসছেন। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থে ইতিমধ্যে বেশ কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এ ধারা অব্যাহত থাকবে।’

গতকাল দুপুরে নগরের জিইসি কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপোর (বিগটেক্স) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মঈনুদ্দিন আহমেদ মিন্টু, মনসুর আহমেদ, সৈয়দ নুরুল ইসলাম। প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ চীন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্রের ১২০টি স্টল রয়েছে। প্রদর্শনী ১২ মে পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বর্তমানে নগরে সিডিএ, ওয়াসা, কেজিডিসিএলসহ বিভিন্ন সেবা প্র্রতিষ্ঠানের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এ কারণে নগরবাসীর সাময়িক কষ্ট হচ্ছে। তাই আমি অনুরোধ জানাই, নগরবাসী যেন একটু ধৈর্য ধারণ করেন।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর