শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ৩০ বছর পূর্তি

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘে বাংলাদেশের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে জাতিসংঘ ও বাংলাদেশের ব্যবস্থাপনায় জাতিসংঘ সদর দফতরে ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ৩০ বছর’ শীর্ষক সাত দিনব্যাপী বিষয়ভিত্তিক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ২৫ এপ্রিল অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি এবং জাতিসংঘের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর