শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ইন্স্যুরেন্স কোম্পানির হয়রানিতে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইন্স্যুরেন্স কোম্পানির হয়রানিতে সংসদীয় কমিটির ক্ষোভ

সময়মতো অর্থছাড় না করায় সরকারের উন্নয়ন কর্মসূচি তথা বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা দূর করে অর্থছাড় প্রক্রিয়া দ্রুত ও সহজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে গণশুনানি আয়োজনের সুপারিশ করেছে কমিটি। এর আগে কয়েকটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে বীমার ম্যাচিউরিটি চেক না দিয়ে গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক। বৈঠকে কমিটির সদস্যরা বলেন, সময়মতো অর্থছাড় না করায় সরকারের উন্নয়ন কর্মসূচি তথা বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করে অর্থছাড় প্রক্রিয়া দ্রুত ও সহজ করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পরে ঢালাওভাবে ব্যাপকহারে ঋণদান করার বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করে কমিটি। এ ছাড়া সরকারি চাকরিতে একই ফিডার পদধারী জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের বেতনবৈষম্য দূর করে দ্রুত সমাধানের সুপারিশ করে কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর