শিরোনাম
রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার সময় এখনই

উন্নয়নশীল দেশে উত্তরণ

নিজস্ব প্রতিবেদক

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে যে চ্যালেঞ্জ তৈরি হবে তা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার এখনই সময় বলে উল্লেখ করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) নেতারা।

গতকাল রাজধানীর একটি হোটেলে সানেমের মাসিক প্রকাশনা ‘থিংকিং এলাউডের’ প্রকাশনার চার বছর পূর্তির অনুষ্ঠানে ‘লুকিং বিয়ন্ড এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলা হয়। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় স্থিতিশীলতা আনা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানো এবং কর-ঋণ খেলাপি ও ঘুষ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকারকে পরামর্শ দেন আলোচকরা। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ হলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, চায়নাসহ বিভিন্ন দেশে পাওয়া বাণিজ্য সুবিধা হারিয়ে ফেলব, যার ফলে বিশ্ববাজারে বাংলাদেশের বার্ষিক রপ্তানি ১১ শতাংশ হ্রাস পাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, ২০২৪ সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণ হতে যাওয়া বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।  আলোচনায় উপস্থিত ছিলেন বিআইডিএসের মহাপরিচালক খান আহমেদ সৈয়দ মুর্শিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সাদিক আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সানেম চেয়ারম্যান বজলুল হক খন্দকার, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও মহাপরিচালক মুনির চৌধুরী, পিআরআইর এম এ রাজ্জাক, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক ও সায়েমা হক বিদিশা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এম আবু ইউসুফ ও বিভাগের অধ্যাপক কাজী মারুফ-উল ইসলাম, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো মিনহাজ মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর