মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা
কালের কণ্ঠ’র গোলটেবিল

দেশে হৃদরোগে মারা যায় ১৭ ভাগ মানুষ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ১৭ ভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতি বছরই বাড়ছে হৃদরোগীর সংখ্যা। দেশে প্রতি ১ কোটি মানুষের জন্য হৃদরোগের চিকিৎসক আছেন মাত্র পাঁচজন আর হাসপাতালে শয্যা আছে মাত্র দুটি। তাই হৃদরোগে মৃত্যুহার কমাতে দক্ষ জনশক্তি তৈরি, অবকাঠামো নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবীমা চালু করার পরামর্শ দিয়েছেন বক্তারা।

গতকাল কালের কণ্ঠ ও ওরিয়ন গ্রুপের যৌথ আয়োজনে ‘বাংলাদেশে হৃদরোগ : চিকিত্সা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন বক্তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলনকক্ষে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি ডা. এ কে এম মহিবুল্লাহ, মহাসচিব অধ্যাপক ডা. আবদুল্লাহ আল সাফী মজুমদার, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট অধ্যাপক ডা. নাজির আহমেদ, এ্যাপোলো হসপিটালসের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, হৃদরোগ ইনস্টিটিউটের শিশু হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম আবদুস সালাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশের (এপিপি) মহাসচিব ডা. এস এম মোস্তফা জামান, ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারের চিফ কার্ডিয়াক সার্জন ডা. মো. জাকির হোসেন, ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ হোসেন ও কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। হৃদরোগকে রুখতে করণীয় বিষয়ে ডা. আবদুল মালিক বলেন, হৃদরোগ এক দিনে তৈরি হয় না। কম কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস পরিবর্তনসহ বিভিন্ন কারণে হৃদরোগে ভুগতে হয়। হৃদরোগে মৃত্যুহার কমাতে জনআন্দোলন তৈরি ও সেবা বিকেন্দ্রীকরণের আহ্বান জানান তিনি। ডা. আবদুল্লাহ আল সাফী মজুমদার বলেন, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে দেশের মানুষ। কিন্তু তাদের সুরক্ষায় নেই কোনো স্বাস্থ্যবীমা। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবীমা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, হৃদরোগী বাড়লেও এই চিকিত্সাসেবা দিতে পর্যাপ্ত দক্ষ চিকিৎসক ও নার্স তৈরি হচ্ছে না। এজন্য সুবিধাভোগীদের বাদ দিয়ে মেধাবীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে সেবার জন্য উপযুক্ত করে তুলতে হবে।

সর্বশেষ খবর