মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা
ব্লগার অনন্ত হত্যা মামলা

পেছাল অভিযোগ গঠন বদল হলো আদালত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় অভিযোগ পিছিয়েছে। আগামী ৩০ জুন অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছে আদালত। একই সঙ্গে মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান অভিযোগ গঠন না করে নতুন তারিখ ধার্য ও মামলার বিচারিক কার্যক্রম অন্য আদালতে স্থানান্তরের আদেশ দেন। আদালতের পিপি    মফুর আলী জানান, গতকাল অনন্ত হত্যা মামলায় অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। গ্রেফতার তিন আসামির মধ্যে মান্নান ইয়াহইয়া ও আবুল খায়েরকে আদালতে হাজির করা হয়। তবে গ্রেফতার অন্য আসামি সাফিউর রহমান ফারাবীর অন্য মামলায় হাজিরা থাকায় আদালতে উপস্থিত করা যায়নি। এজন্য আদালত নতুন তারিখ ধার্য করেছে এবং মামলাটি অতিরিক্ত দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছে।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয়কে। ঘটনার এক দিন পর তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর