মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

রমজানে গরুর মাংস ৪৫০ ও খাসি ৭২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এবার গত রমজানের তুলনায় সব ধরনের মাংসের দাম কমিয়ে নির্ধারণ করেছে ডিএসসিসি। গতকাল দুপুরে দক্ষিণ নগর ভবনে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই দাম ঘোষণা করেন।

গত বছরের রমজানের তুলনায় ২৫ টাকা কমিয়ে  এবার রমজানে দেশি গরুর মাংসের কেজি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকায়। বোল্ডার বা বিদেশি গরুর মাংসের দামও ২০ টাকা কমিয়ে ৪২০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিষের মাংসের দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ২০ টাকা কমিয়ে ৪২০ টাকায় এবং ভেড়া-ছাগলের মাংসের দামও গত বছরের তুলনায় ২০ টাকা কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খাসির মাংস ৭২০ টাকায় নির্ধারণ করা হয়েছে। মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র  মোহাম্মদ সাঈদ খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যবসায়ী নির্ধারিত দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাংসের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর