বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন চায় পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণে মজুরি বোর্ডের বৈঠক নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে উল্লেখ করে আগামী জুলাইয়ের মধ্যে মজুরি ঘোষণা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের মজুরি ১৮ হাজার টাকা করা হলেও মালিকরা মুনাফা করতে পারবেন। তাই অবিলম্বে এ বেতন কাঠামো করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব দাবি জানান পরিষদের নেতারা। এ সময় তারা আরও বেশকিছু দাবিও তু?লে ধরেন। এগুলো হচ্ছে, রমজানের অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা বন্ধ, শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা, কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা ইত্যাদি। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, জীবনযাপন ব্যয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, সরকার ঘোষিত পে-স্কেল ও শ্রমিকদের উৎপাদনশীলতা বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ১৮ হাজার টাকা করলেও মালিকরা মুনাফা করতে পারবেন।

সর্বশেষ খবর