শিরোনাম
বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপ

আতশবাজির আলোয় আলোকিত দেশ

নিজস্ব প্রতিবেদক

গতকাল রাতে উৎসবে মেতেছিল পুরো বাংলাদেশ। আতশবাজিতে রঙিন হয়ে উঠেছিল রাজধানী ঢাকাসহ সারা দেশের আকাশ। আর এই আতশবাজির উপলক্ষ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ। আতশবাজির পাশাপাশি আলোচনাসভা এবং প্রামাণ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়াকে জয় করে বাংলাদেশ সময় ১১ মে দিবাগত রাতে মহাকাশের পথে সফল যাত্রা করে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ১১ মে বিকাল ৪টায় মহাকাশের পথে ছুটে যায় বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর