বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

কোরিয়া থেকে রেলের ৭০টি ইঞ্জিন কিনবে সরকার

১০ প্রস্তাব ক্রয় কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের জন্য কোরিয়া থেকে ৭০টি মিটার গেজ ডিজেল ইঞ্জিন ক্রয়সহ মোট ৬ হাজার ২৩৯ কোটি ৮৫ লাখ টাকার ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ বলেন, রেলওয়ের উন্নয়নে সরকার টেন্ডার ফাইন্যান্সের অধীনে ‘৭০টি মিটার গেজ (এমজি) ডিজেল ইলেক্ট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় মূল্যায়ন কমিটি কর্তৃক পুনঃমূল্যায়নে রেসপনসিভ দরদাতা কোরিয়ার মেসার্স হুন্দাই রোটেম কোম্পানির দরপত্র অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ২ হাজার ৬৭৯ কোটি ৯৫ লাখ টাকা। তিনি আরও বলেন, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য ৩৬ হাজার ৭৪৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর