শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবাধ সরবরাহ অব্যাহত রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে সাতটি পৃথক টিম। সিলেট সিটি করপোরেশনও বাজার স্থিতিশীল রাখতে দিয়েছে হুঁশিয়ারি। ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরাও বাজার মনিটরিং করবেন। প্রতি বছর রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য বাড়িয়ে দেন। অনেক ব্যবসায়ীই রমজানের আগে পিয়াজ, রসুন, আদা, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মজুদ করে রাখেন। রমজানে এসব পণ্য উচ্চমূল্যে বিক্রি করেন তারা। ফলে রমজানে লাগামহীন দ্রব্যমূল্যে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এবার যাতে এরকম অবস্থার তৈরি না হয়, সে লক্ষ্যে কাজ শুরু করেছে প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নুমেরী জামান। এ টিমে জেলা প্রশাসন, সিটি করপোরেশন (সিসিক) ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণ রয়েছে। সিসিক কর্তৃপক্ষ বলছে, রমজানে বাজার যাতে স্থিতিশীল থাকে, সে লক্ষ্যে তারা তৎপর রয়েছে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিটি করপোরেশন নিয়মিতই বাজার মনিটরিং করে। তবে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয়  জিনিসপত্রের মূল্য যাতে নিয়ন্ত্রণহীন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। গতকাল দুপুরে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি মাংসের দোকান ও একটি মুদির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিসিল বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও ভেজালমুক্ত খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে রমজানে ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাজার মনিটরিং করার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে দাম না বাড়াতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকেও বাজার মনিটরিং করা হবে।

সর্বশেষ খবর