শিরোনাম
শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

সাতকানিয়ায় তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) জাকাত ও ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনা তদন্তে জেলা প্রশাসনের তদন্ত টিম সাতকানিয়া পরিদর্শন করেছে। গতকাল দুপুরে তদন্ত টিম সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকা সরেজমিন পরিদর্শন করে। তদন্ত টিমে ছিলেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মাশহুদুল কবির, ডেপুটি  সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আক্তার।  পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবির বলেন, ‘আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্তে ঘটনাস্থলে গিয়েছি। প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে কথাও বলেছি। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে।’ প্রসঙ্গত, গত সোমবার সকালে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকার কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পদদলনে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর