শিরোনাম
শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

অব্যাহত দরপতন শেয়ারবাজারে

১১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

লেনদেনের টানা ১২ কার্যদিবস ধরে পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। এই টানা পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৭০ পয়েন্ট। এর মাধ্যমে সূচকটি গত সাড়ে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে।

গতকাল চলতি সপ্তাহের শেষ দিনে ৬৮ পয়েন্ট পতনের মাধ্যমে ১২ কার্যদিবসে ৩০২ পয়েন্ট কমেছে। গত ১৩ এপ্রিল থেকে শুরু হয় এই দরপতন। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ ও সিএসই ৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৮ ও ২০২৫ পয়েন্টে। সর্বশেষ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। যা গত বছরের ৫ জুনের মধ্যে সর্বনিম্ন। এদিন ডিএসইতে ৪৯২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসইতে হাত বদল হওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির। আর দর কমেছে ২৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির দর। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৮০৪ পয়েন্টে।

সর্বশেষ খবর