শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

প্রাপ্ত বয়স্কদের ১৮ ভাগ উচ্চ রক্তচাপে আক্রান্ত

আইসিডিডিআরবি গবেষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ১৮ ভাগ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তাদের মধ্যে অর্ধেকেই জানে না যে তাদের উচ্চরক্তচাপ রয়েছে। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রাথমিক অবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্ত করা গেলে ওষুধ সেবন না করে শুধুমাত্র জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে উচ্চরক্তচাপে আক্রান্ত প্রতি তিন জনের মধ্যে দুজনের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রোগের  যেমন- হৃদরোগ ও কিডনী রোগের কারণ হয়ে উঠছে। প্রতি তিন জনের মধ্যে দুজন উচ্চরক্তচাপে আক্রান্ত রোগী নিয়মিত ওষুধ সেবন করে না। যার কারণে এই রোগগুলো হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। গতকাল আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম, ‘হাইপারটেনশন! দ্য সাইলেন্ট কিলার! রিচিং দ্য আনরিচড’ শিরোনামে একটি বৈজ্ঞানিক সেমিনার আয়োজনের মাধ্যমে  বিশ্ব উচ্চরক্তচাপ দিবস পালন করে। রাজধানীর আইসিডিডিআরবি মিলনায়তনে এ সেমিনারে এসব তথ্য জানানো হয়। এই তথ্যগুলোর অনেকগুলো সিওবিআরএ-বিপিএস ট্রায়াল, কন্ট্রোল অব ব্লাড প্রেসার অ্যান্ড রিস্ক এটেনিউশন-বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা নামক একটি নতুন গবেষণা থেকে উঠে এসেছে।

সর্বশেষ খবর