শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার চার দশক উদ্‌যাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার চার দশক উদ্‌যাপন

ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শনী ও সেমিনারের মধ্য দিয়ে প্রতিষ্ঠার চার দশক উদযাপন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনের অডিটরিয়ামে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার।

দুই পর্বে বিভক্ত আয়োজনের প্রথম পর্বে ছিল প্রদর্শনী ও পরের পর্বে ছিল সেমিনার। বিকালে আর্কাইভ ভবন চত্বরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব আবদুল মালেক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী রোজিনা, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,  চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা প্রমুখ। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : ৪০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র বিষয়ক লেখক ও গবেষক অনুপম হায়াৎ। প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর