শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

রেলে আসছে ১০ ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লোকোমোটিভ ঠেকাতে বাংলাদেশ রেলওয়েতে আসছে ১০টি মিটারগেজ ইঞ্জিন। আগামী দুই বছরের মধ্যেই এ ইঞ্জিনগুলো সরবরাহ করা হবে। এডিবির অর্থায়নে আনা হচ্ছে এসব ইঞ্জিন। ১০টি ইঞ্জিনের দাম পড়েছে বাংলাদেশি টাকায় চুক্তি মূল্য ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সংকটে ভুগছে। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ট্রেনগুলো চলছে নানাবিধ ঝুঁকির মধ্যে। প্রতিনিয়ত ইঞ্জিন বিকল ও লোকোলসসহ নানাবিধ ত্রুটির কারণে ট্রেন চলাচলেও বিঘ্নিত হচ্ছে। এসব কারণে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্নসহ যাত্রীদের মধ্যে চলছে নানাবিধ অসন্তোষও। গতকাল রেলমন্ত্রী মুজিবুল হক এমপির উপস্থিতিতেই রেলভবনে এসব চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শাসসুজ্জামান এবং নির্মাণকারী প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর